- হ্যালো, হ্যালো সারা?
- হ্যালো।
- ফাইনালি! আমি সত্যি ভেবেছিলাম তুই আর নেই এ পৃথিবীতে, কেবল পড়ে আছে তোর আনসারিং মেশিনটা। কোথায় ছিলি এতক্ষন?
- সরি রে, আজ আমার রুম মেটের ডে অফ। ও থাকলে আমি কোন কথা বলতে পারি না জানিস তো, এই স্নানে গেল এবার ফ্রী ভাবে কথা বলে যাবে।
- আজও? প্লীজ, এ জিমগুলোয় কি এদের কোন কাজ থাকে না কি?
- ‘...’
- হাসছিস? আমি তোকে এই নিয়ে এগারো বার ফোন করলাম। আজ বিকেলে আসবি তো?
- না প্লীজ আজ না, আমার রুমমেট আছে আজ সারাদিন, একগাদা প্রশ্ন করবে। আর কালকেই তো হল, আজ না সোনাই।
- মানে? তুই যেখানেই যাস তাতে ওর কি? সারা ইটস প্রাইভেসি, ইটস আওয়ার বার্থ রাইট।
- না, ওরা আমাকে নিয়ে সারাক্ষন গল্প করে আমার পিছনে, আমার ভীষণ আনইজি ফিল হয়, আমাকে নিয়ে সবাই ভাবুক, কথা বলুক – আমার একদম পছন্দ না।
- তুই প্লীজ চলে আয় আজ এখানে, আমার রুমমেটরা নেই, সুতরাং কেউ জানবে না।
- প্লীজ, কেউ জানবে না তো? আমার খুব লজ্জ্বা লাগে কেউ আমার ব্যাপার নিয়ে কথা বললে।
- সারা আই প্রমিস কেউ না কেউ না কেউ না, এই পুরো পৃথিবীর থেকে তোর আর আমার এই গোপন অভিসার গুপ্ত থাকবে। আজ বিকেল পাঁচটায়। আমার রুমের চাবি তো তোর কাছেই। আমি সাড়ে পাঁচটায় আসবো বিয়ার আর সিগারেট নিয়ে। তুই আধ ঘন্টার মধ্যে ঘরটা একটু পরিষ্কার করে নিস।
- তোর রুমমেটরা?
- আমাকে বলে গেল ওরা মাস তিনেক থাকবে না। এই কোন ফ্লেভার আজ?
- আজ কোন ফ্লেভার না। কিন্তু প্লীজ কেউ জানো জানতে না পারে। প্লীজ...
- আই প্রমিস সারা। কিন্তু আজকে গোল্ডেন গেট...প্লীজ করতেই হবে

**************************************************

ব্লগ আড্রেস - http://anonymoushacker.blogspot.in/2012/04/blog-post_12.html
তারিখঃ ০৪ঠা এপ্রিল । সময়ঃ রাত একটা বারো
ব্লগ কনটেন্ট –
তুমি কি ঘোমাচ্ছ নির্ভাবনায়? তোমার মস্তিষ্কের অভ্যন্তরে এখন কি রেম স্লীপের আনাগোনা? কিসের তোমার এত নিশ্চিন্ততা? কার উপরে ভরসা করে তুমি ডুবে আছ এই ঘুমের বিলাসিতায়? তোমার রক্ষী আছে অফুরান? কে নজর রেখেছে তাদের উপর? আজ থেকে দু হাজার বছর আগে রোমান কবি জুভেনাল লিখেছিলেন “Quis custodiet ipsos custodes?” কে প্রহরা দেবে তোমার প্রহরীদের?
২০০৮ সালে ভারতীয় পার্লামেন্টে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ২০০৮ বিনা বিতর্কে পাশ হয়ে যায়। এই অ্যাক্ট এর সেকশন ৬৯ এ বলা আছে কেন্দ্র বা রাজ্য সরকার বা তাদের অধীনস্থ সংস্থাগুলি কোন আরেস্ট ওয়ারান্ট ছাড়াই সমস্ত কমিউনিকেশন চ্যানেল এর উপর নজরদারী (intercept, monitor or decrypt) করতে পারবে। আমাদের দেশে শুরু হয়ে গেছে NATGRID। দেশের প্রতিটি মানুষের সমস্ত তথ্য নথীভূত হবে তাতে (আপনার রেলের পি এন আর নম্বর, ইন্টারনেট লগ, ফোন রেকর্ড, ই মেল এনক্রিপশন) এবং এই তথ্য তুলে দেওয়া হবে RAW, IB, CBI, NIA এরকম ১১টি সংস্থার হাতে।
আমার অভাগা দেশে লোকে শচীনের শততম সেঞ্চুরী নিয়ে বিনিদ্র রাত কাটায়, তাদের সময় কোথায় এই তুচ্ছ প্রাইভেসি নিয়ে মাথা ঘামানোর? আমার ফোনে আড়ি পাতে কেউ, আমার সমস্ত তথ্য, আমার সমস্ত গোপনীয়তা, আমার সমস্ত জীবন উন্মুক্ত হয়ে পড়ে আছে – আমি ভাবলেশহীন।
এই বিকল শরীর নিয়ে প্রতিবাদের ভাষা তাই আমার কাছে ওয়েবপেজে, ব্লগে। আমার হাতিয়ার NATGRID এর হ্যাকড সার্ভার। গতকাল কলকাতাতে এটিএস এর সফল অভিযানে যে আতঙ্কবাদী মেয়েটি মারা গেছে (সারা থমাস), আজ খবরে প্রকাশ সে ও তার বন্ধু আই এম এর মেম্বার। NATGRID এর আর্কাইভে RAW এর ট্যাপ করা তাদের শেষ ফোন সংলাপটুকু আমি তুলে দিলাম।
SECRET//NOFORN//2003069: DEPARTMENT OF DEFENCE, ANTI TERRORIST SQUAD MUMBAI
MEMORANDUM FOR Jt. Director, RAW, NEW DELHI
সারাঃ না না জুবের প্লীজ, গোল্ডেন গেট খুব শক্ত, লোটাস উইল বি অ্যান ইজি চয়েস
জুবেরঃ লোটাস, ওটা খুব একটা এফেক্টিভ হবে না, জেলিফিশ এর মতোই তো, আই থিঙ্ক জেলিফিস উইল বি ফান।
সারাঃ আই ডোন্ট নো, অ্যান আননোন টেরিটরি অলওয়েস স্কেয়ারড মি।
জুবেরঃ আমি আছি তো, জাস্ট সিক্স মিনিটস আর তারপর ব্যাং, টুনাইট উই নিড লটস অফ স্ক্রীমিং। তুই আমার ঘরে ওয়েট করিস প্লীজ।
সারাঃ ও কে, বাই দেন। আমি বেরিয়ে তোকে ফোন করব।
জুবেরঃ এসএমএস করিস
জেলিফিস শপিং মল আর লোটাস মাল্টিপ্লেক্সে সুইসাইড বম্বিং এর যে ১৮৬ জনের মৃত্যু হয়েছে তাদের প্রতি পূর্ন সমবেদনা জানিয়েই বলা আপনার কি মনে হয়? জেলিফিশ, লোটাস এবং গোল্ডেনগেট এর মধ্যে মিল কোথায়? মনে রাখবে কলকাতাতে এই অঞ্চলে গোল্ডেনগেট বলে কোন মল বা শপিং কমপ্লেক্স নেই। তবে...
ভাবতে থাকুন। প্লীজ একবার অন্তত ভাবুন who will guard the guards?
ইতি
We are Anonymous. We are Legion. We do not forgive. We do not forget. Expect us
*****************************************************
http://www.facebook.com/profile.php?id=527132648&sk=wal l
স্ট্যাটাস আপডেটঃ আমি আজ অটোতে একটা অদ্ভুত সুন্দর দেখতে মেয়ের সাথে ট্রাভেল করলাম। মেয়েটি যখন রাসবিহারী সি সি ডি থেকে অটোতে উঠল আমি তখন হাঁ হয়ে গেছিলাম। পিঙ্ক অফ সোল্ডার টপ আর ব্ল্যাক জীন্স। পায়ে ডীপ সবুজ নেলপলিশ। আই টুক হার স্ন্যাপ অন মাই স্পাই ক্যাম।
Like • • Share • April 3 at 10:51am •
• 41 people like this.
রাহুলঃ ও মাই গড – সাচ আ ডিভা
বেনেডিক্টঃ তুই এখন কলকাতাতে? কবে ফিরছিস? সেক্সি তো - এনজয় 
মোমঃ আমার শহরের সুন্দরী। কলকাতা আই অ্যাম প্রাউড অফ ইউ 
ইয়ানঃ Man be careful…I read that people can gather around there and can beat you to death without any police intervention … He he
অগ্নিঃ হে খবরে শুনলাম কলকাতায় ব্লাস্ট হয়েছে, আর ইউ ওকে?
কুমারঃ হাউ আর উ? আই অ্যাম ওরিড
ক্যারেনঃ ফ্রেন্ডস আই অ্যাম ফাইন। আই ওয়াস ইন হোটেল ইন টাইম অফ ব্লাস্ট।
নিকোলাইঃ কাম ব্যাক সুন ম্যান। ডিড উ ব্যাং দিস লেডী টুনাইট?
রাহুলঃ ও মাই গড, টি ভি তে দেখাচ্ছে যে টেররিষ্টটাকে পুলিশ মেরে ফেলেছে শ্যুট আউটে... এক্সাক্টলি একই রকম দেখতে এই মেয়েটার সাথে
লীনাঃ এই মেয়েটার নাম কি সারা? ইউ ট্রাভেলড উইথ আ টেররিস্ট?
সিসিফাসঃ I just checked the photo in the news same shoe and the jeans. They are saying, this girl was waiting for the meeting with her boyfriend in his apartment. How come terrorists got this hot chick?
অ্যান্ডিঃ এদের কে এভাবেই মেরে ফেলা উচিত। বিচ...
মোমঃ এরা কলকাতার কলঙ্ক। এতগুলো মানুষকে মেরে ফেলার আগের এরা কিভাবে এরকম ভাবে সেজে বেরতে পারে?
******************************
ক্রমশ