Friday, July 15, 2011

চোরাবালি

- কিগো কি করছ?
- একটা এস এম এস পর্যন্ত করো না সোনা
- এই বুঝতে পারিনি গো, মো্বাইলটা ভ্রাইবেট করা ছিলো। কি প্রচন্ড বোর হচ্ছি
- দুপুর একটা থেকে একটাও ফোন নেই। লাঞ্চ করেছ?
- হ্যাঁ হ্যাঁ খেয়েছি, তুই ফিরলি? কোথায় গিয়েছিলি বলতো এত গরমে?
- ডেট এ। তোর আপত্তি আছে? বোরড হচ্ছিস কেন? সেমিনার চলছে নাকি?
- আপত্তি! না না আমার বৌ জুনের দুপুরে অন্য কারোর সাথে ডেট এ যাবে এতে আমার আপত্তির কি আছে?
-:D
- বল না কোথায় গেছিলি?
- এত এস এম এস করছিস কি করে রে? সেমিনার এ কাজ নেই? এত মাইনে তোকে দেয় কি করে?
- বলবি কি না বল?
- না বললে?
- উঁকি মেরে দেখে নেব কি রঙের ব্রা?
- তাই? বল দেখি কি রঙের?
- কালো, বলার কি আছে?
- এ মা কি করে জানলি?
- সালোয়ারে বসানো কাঁচে ক্যামেরা লাগানো আছে মোম। সব দেখতে পাই
- ব্ল্যাক আন্ড হোয়াইট ক্যামেরা বুঝি? বুদ্ধু কোথাকার!
- কালো নয় তাতে কি? এই তুই বাড়ি ফিরেছিস?
- না আমি অটোতে, পাশের লোকটা শালা হাঁ করে গিলছে, কি কুক্ষনেই স্লিভলেস পরে বেরিয়েছি?
- আরে ওর আর দোষ, তুই আমার বৌ না হলে আমার পাশে বসলে আমিও...
- চুপ কর, খালি ঐসব, অসভ্য ব্রুট কোথাকার...
- কোড ব্রুট এক্সিকিউটেড, তার মানে তো তোর এখন আমাকে চুমু খেতে ইচ্ছে করছে
- খুব...উমমমমমম
- কি ব্যাপার বলতো মোম, ভ্যাপসা গরমে অটোতে চুমু, এতো যেন কলকাতায় প্যারিস, গঙ্গায় শ্যেন, আর নলবনে ল্যুভর।
- ব্যাপার আছে সোনাই, অনেক ব্যাপার আছে।
- কি? মনে হচ্ছে গুড নিউজ?
- এভাবে বলবো কেন? আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবি, আর ফেরার পথে ব্ল্যাক কারেন্ট আইস্ক্রিমের বার কিনবি দুটো
- ব্ল্যাক কারেন্ট, প্লীজ ওটা আমি একদম খেতে পারি না।
- তোর জন্য না, আমার জন্য, আর শোন আমি যা খেতে চাইব আর মানা করবি না।
- তাহলে তুই নিজে কেন। এই আমাকে একটা ছোট রিচার্জ করিয়ে দে না
- কেন?
- আরে কি একটা করতে গিয়ে এয়ারটেল নিউজ টা অন হয়ে গেছে আর প্রতি ঘন্টায় রাবিশ এস এম এস আসছে। এদিকে একগাদা টাকা কেটে নিল
- আচ্ছা এই অটো থেকে নামলুম, এবার করিয়ে দেব। ও হ্যাঁ, মায়ের আসার টিকিট কাট, ফেরার টা এখন কাটিস না
- সহসা বুড়ি কেন আসবে মোম, একা যদি লাগে তো আমার শ্যালিকাকে ডাক।
- এবার সবাই এক এক করে আসবে বুদ্ধু, এক মিনিট দাঁড়া
- এ শালার সেমিনার শেষ ও হয়না, ভাগ্যি এস এম এস ফ্রি, দিব্বি সময় কেটে যাচ্ছে। তিনটে কুড়ি বাজে আর কুড়ি মিনিট।
- দেখ রিচার্জ হলো?
- হলো রে, এবার কি মেট্রোয় উঠবি, শাশুড়ি মা কি কতদিন থাকবে? আমাদের শর্ট ট্রেকিং টার কি হবে?
- এখন ওসব ক্যান্সেল সোনা, মা এখন মি্নিমাম দু মাস থাকবে, হ্যা আমি এখন হাজরাতে, এই মেট্রো ধরব
- দু মাস, জীসাস! কেন?
- তুমি একটা বুদ্ধুরাম। কিচ্ছু বোঝোনা। রাতের বেলায় দেখো নির্বুদ্ধিতার পানিশমেন্ট কি হয়?
- ধ্যুস কি যে বলিস না কিছু বুঝি না :P
- এই দেখ আমার লাইনের আগে যে ছেলেটা দাঁড়িয়ে আছে মুসলিম বুঝলি, কি ব্যাপক হ্যান্ডু দেখতে
- আগে দাঁড়িয়ে তো, মুখ টা দেখলি কি করে?
- আরে ফিসিক, তোর মতো সাফোলার অ্যাড না বুঝলি...
- পতি নিন্দা করছিস, সতীর মত দেহত্যাগ করতে হবে।
- ছেলেটা কেরকম বিড়বিড় করে চলেছে, কলমা পড়ছে নাকি?
- উফ, থাম বাবা, মেট্রোয় ওঠ, উঠে বাড়ি যা।
- মোম, কি হল? রিপ্লাই তো দে।
- এই এস এম এস যাচ্ছে না রে, মেট্রো তো...
- মিথ্যে বলছিস মমতা দিদির আমলে ওসব উঠে গেছে। ঝাড়ি মারছিস হ্যাঁ?
- আঃ, আমার এক্সট্রা ম্যারিটাল বলে কিছু থাকতে নেই?
- শেষে মেট্রোয়...lol
- এই যে প্ল্যাটফর্মে নামলাম, এই আজকে আমি জামা কিনবো বলে দিলাম।
- এই তো আগের উইকে কিনলি? আবার?
- আমার জন্য না, তোকে অত ভাবতে হবে না, তুই শুধু আজ মনে করে LIC এর প্রিমিয়াম দিস কালকে লাস্ট ডেট।
- কার জন্য তবে?
- এই এসে গেছে মেট্রো, অনেক ভালোবাসি তোকে নীল, আজ আমি ভীষণ খুশি, উমমমমমমম
- এই নীল ছেলেটাও একই মেট্রোতে উঠলো, আনফেথফুল কেস...ঃ)
- মোম এত খুশি কেন?
মেসেজ নট ডেলিভার্ড টু মোম
- ভালো, কর ওসব, ওকেই বলিস আইস্ক্রিম আনতে...
মেসেজ নট ডেলিভার্ড টু মোম
- এই আমার সেমিনার শেষ, খেতে বেরলুম রে
মেসেজ নট ডেলিভার্ড টু মোম
- ওই মেট্রো থেকে নেমে ফোন করবি, আমি ওয়েট করে আছি ভালো খবর শুনতে
মেসেজ নট ডেলিভার্ড টু মোম

“টেররিস্ট অ্যাটাক ইন কলকাতা মেট্রো, আ সিরিজ অফ সুইসাইড বম্বিং টেক প্লেস টু ডে ইন সেভেরাল মেট্রো স্টেশনস নেমলি হাজরা, কালিঘাট অ্যান্ড চাঁদনিচক অ্যাট 3:30 PM। ইন্ডিয়ান মুজাহিদিন হ্যাস ক্লেম দ্যা রেসপনসিবিলিটি। এক্সপেক্টেড ডেথ টোল মে রাইস টু ১৫০। ফর মোর ইনফরমেশন এসএমএস টু ২২২৩।
ব্রট টু উ বাই এয়ারটেল নিউজ, টু ডি অ্যাকটিভেট কল ১২৩ অ্যান্ড প্রেস জিরো”